সর্বশেষ নীতি হার সমন্বয়ে এই লভ্যাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ট্রেজারি বিলের ৬ মাসের গড় এখন ৭.৪৩ শতাংশ। তার সাথে আমানতের সুদের হার যোগ হয়েছে ২ দশমিক ৭৫ শতাংশ।
একই নিয়মে সব ধরণের ঋণের সুদের হার দাঁড়াবে ১৩ দশমিক ১৮ শতাংশ।
আজ বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই হার ঘোষণা করা হয়।
এদিকে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ঋণ ও আমানত ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আমানত ও ঋণের সুদহারের ব্যবধানের কোন সীমা থাকলো না।
প্রজ্ঞাপনে বলা হয়, ১ জুলাই থেকে বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণের নীতি কার্যকর থাকায় ২০১৮ সালের আদেশটি স্থগিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, অনিয়ন্ত্রিত বাজার নিয়ন্ত্রণে ও তারল্য পরিস্থিতির বিবেচনায় সুদহারের মধ্যবর্তী বাধা ধরা পার্থক্য উঠিয়ে নেয়া হচ্ছে।