‘বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারিভাবে চালু হবে না’

0

বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারিভাবে চালু হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বেসরকারি খাতে লিজ দেওয়া খুলনার দৌলতপুর জুটমিল পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর জায়গায় শুধু পাটপণ্য উৎপাদন করলে চলবে না। বরং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে গেলে অন্যান্য সামগ্রীও তৈরি করতে হবে।’ এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই-বাছাই চলছে। এক সপ্তাহের মধ্যে তেলের বাজারও নিয়ন্ত্রণে আসবে।’

উপদেষ্টা খুলনার দৌলতপুর জুট মিলের পাটপাণ্য উৎপাদন এবং জুতার ফ্যাক্টরি পরিদর্শন করেন।

ইএ