এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রাজস্ব অব্যাহতি বাদ দেয়ায় এবং আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘দাম বাড়ানোর এ বিষয়টি সাময়িক। বন্ধ থাকা বিভিন্ন ভোজ্যতেল কারখানা সচল করার ক্ষেত্রে সহায়তা করবে সরকার।’ এছাড়াও প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন দামের কারণে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে বলেও ব্রিফিংয়ে জানান বাণিজ্য উপদেষ্টা।