'পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় পৃথক নীতি ও কৌশল প্রণয়নের দাবি'

এখন জনপদে
0

পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলাদা নীতি ও কৌশল প্রণয়নের দাবি তুলেছেন অংশীজনরা। এছাড়া পর্যাপ্ত জনবল, সরঞ্জাম, যানবাহন ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একইসাথে পার্বত্য এলাকায় সরকারি সব সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনবল ধরে রাখতে চাকরিজীবীদের জন্য বেতনভাতার বাইরেও বাড়তি প্রণোদনার ব্যবস্থার তাগিদ দেয়া হয়েছে।

আজ (বুধবার, ২৯ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন অংশীজনরা।

জবাবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, 'জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কাজ করছে।'

এছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্বাস্থ্যসেবা গ্রহণকারী দু'পক্ষই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে সে বিষয়ে গুরুত্ব দেয়ার কথা জানান তিনি। বলেন, 'পদক্ষেপ নিতে মাঠ পর্যায়ের এসব দাবি সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন ।'

বক্তব্যে অংশীজনরা জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন নিশ্চিত করতে হলে দেশের সাধারণ নাগরিকদের মতো আমলা, এমপি, মন্ত্রীকেও দেশের মধ্যেই চিকিৎসাসেবা নিতে আইনি বাধ্যবাধকতায় আনতে হবে। এতে বৈদেশিক নির্ভরশীলতা কমবে, দেশিয় অর্থের সাশ্রয় হবে।'

দুপুর ১টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা নূয়েন খিসাসহ সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক নেতারা মতামত তুলে ধরেন।

এর আগে সকালে পৃথকভাবে জেলা চিকিৎসা কর্মকর্তা ও রাঙামাটি জেলা পরিষদে মতবিনিময় সভা করেন কমিশন।

মতবিনিময় সভায় কমিশনের সদস্য প্রফেসর ডা. সায়েবা আক্তার, প্রফেসর ডা. নায়লা জামান খান, ডা,. আজহারুল ইসলাম খান, প্রফেসর ডা৷, মেজাহেরুল হক বক্তব্য রাখেন।

এসএস