ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য ওয়ার্ল্ডের ভেতরে চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে এখন
0

ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য ওয়ার্ল্ডের ভেতরে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য ওয়ার্ল্ডের ভেতরে তারা চ্যাম্পিয়ন। এই ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ ও গুজব রটায় বেশি। কয়েকটা মিডিয়া আছে, তাদের কাজ হলো শুধু গুজব রটানো, আমাদের সঠিক সংবাদ দিয়ে এই গুজব হটাতে হবে।’

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, দ্বিতীয়ত হলো দুর্নীতি, এখানে যত সহিংসতা হয় তার পেছনে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে না পারলে কোনোদিনই এই সমস্যার সমাধান হবে না।'

তিনি বলেন, 'পাহাড়ের অবৈধ অস্ত্র যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। পাহাড় এবং প্লেইন কোথাও এটা এলাউ না, ৫ আগস্টে অনেক থানা লুট হয়ে গেছে, হাতিয়ারগুলো এখনও উদ্ধার হয় নাই, এই হাতিয়ার উদ্ধার হয়ে গেলে সমস্যার অনেকটা সমাধান হবে।'

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তাকে আমরা ছাড়বো না, চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেয়া হবে না, সে যত বড় টাইস্যুট পড়া হোক না কেন।'

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন।

এসএস