পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলাদা নীতি ও কৌশল প্রণয়নের দাবি তুলেছেন অংশীজনরা। এছাড়া পর্যাপ্ত জনবল, সরঞ্জাম, যানবাহন ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একইসাথে পার্বত্য এলাকায় সরকারি সব সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনবল ধরে রাখতে চাকরিজীবীদের জন্য বেতনভাতার বাইরেও বাড়তি প্রণোদনার ব্যবস্থার তাগিদ দেয়া হয়েছে।