দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিশু খুকুমণি, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাবার কাছে বায়না ধরে সিসিমপুরের আয়োজন দেখতে বইমেলায় আসে।
খুকুমণির মতো শিশুদের অংশগ্রহণে মুখর ছুটির দিনের শিশুপ্রহর। তাদের সঙ্গী সিসিমপুরের ইকরিরা। টেলিভিশনের পর্দায় দেখা চরিত্রগুলোকে কাছে পেয়ে তাই তাদের উচ্ছ্বাস যেন বাধ মানে না।
শিশুরা জানায়, সিসিমপুর তাদের অনেক ভালো লাগে। হালুম, টুকটুকি, শিকু তাদের অনেক পছন্দের। বইমেলায় এসে তারা আনন্দিত।
শিশুর মানসিক বিকাশ ঘটে এমন সব তথ্য দিয়ে থাকে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো। যা গ্রহণের মাধ্যমে শিশুরা বিকশিত হবে, এমন ভাবনা থেকেই শিশুপ্রহরে ঝোঁক থাকে অভিভাবকদের। তারা বলেন, ‘সিসিমপুর অনেক শিক্ষণীয় তাই বাচ্চাদের নিয়ে এসেছি; যাতে টিভিতে দেখার আগ্রহ বাড়ে।’
সিসিমপুর দলের সদস্যরা বলেন, ‘এবারের আয়োজন অন্য সময়ের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল। প্রকৃতিও খুব ভালো ছিল। সবাই খুব স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করেছে।’
শেষ সপ্তাহে এসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়েছে বইমেলায়। ক্রেতা-বিক্রেতা ও লেখক-পাঠকদের আশা, সকলের প্রত্যাশা পূরণ করে পর্দা নামবে এবারের মেলার।