কান্ট্রি মিউজিকে ইতিহাস গড়লেন বিয়ন্সে, গ্র্যামি জয়ে নতুন রেকর্ড

সংস্কৃতি ও বিনোদন
0

কান্ট্রি মিউজিক বিভাগে ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ নারী সংগীতশিল্পী হিসেবে সেরা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন রেকর্ড পুরস্কারপ্রাপ্ত পপ তারকা বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হওয়া এবারের ৬৭তম জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে মোট ৩৩টি গ্র্যামি পুরস্কারের হাসি হাসলেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় স্বীকৃতির গ্র্যামি আসরে অতীতের সব রেকর্ড টপকে ইতিহাস গড়েছেন বিয়ন্সে।

অন্যদিকে অন্যদিকে সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগুলোতে বিয়ন্সে এবং চার্লি এক্সসিএক্স এর মতো শিল্পীদের টপকে চমকে দিলেন তরুণ র‍্যাপার কেনড্রিক লামার।

এছাড়া ২৬ বছর বয়সী তরুণ গায়িকা চ্যাপেল রোন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন। সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন।

ইএ