বান্দরবানে হোটেল রুম থেকে পর্যটকের সর্বস্ব লুটের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

বান্দরবানে ক্লাউডি ইন আবাসিক হোটেলের কক্ষ থেকে শাহাদাত ভূঁইয়া নামে এক পর্যটকের ল্যাপটপ, মোবাইল, ডায়মন্ড এর রিং ও হাত ঘড়িসহ প্রায় ৩ লাখ টাকার মূল্যবান মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) দিবাগত রাতে শহরের কানা পাড়া এলাকার ক্লাউডি ইন আবাসিক হোটেলে এ চুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পর্যটক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি পরিবার নিয়ে বান্দরবানে ভ্রমণে আসেন পর্যটক শাহাদাত ভূঁইয়া। এরপর রাত্রি যাপনের জন্য বান্দরবান জেলা শহরের কানাপাড়া হোটেল ক্লাউডি ইনের ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন।

পরবর্তী ঐদিন রাতে ঘুম ভাঙলে নিজের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ডায়মন্ডের রিং ও হাত ঘড়িসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার বিষয়টি দেখতে পান শাহাদাত। তাৎক্ষণিক হোটেলে নাইট ডিউটিতে থাকা দারোয়ানকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছু জানেন না বলে জানান।

আরও পড়ুন:

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হোটেলে থাকা সিসি টিভি ফুটেজ চেক করে দেখতে বললেও রুমের সাইডে সিসি ক্যামেরা নেই মর্মে জানায় হোটেল কর্তৃপক্ষ। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীন আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহেদ পারভেজ বলেন, ‘জেলা শহরের কানা পাড়া এলাকার ক্লাউডি ইন নামে একটি আবাসিক হোটেল থেকে মালামাল চুরি হয়েছে মর্মে এক পর্যটক থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছে। তবে অভিযোগের পর থেকে ভুক্তভোগী পর্যটক আর যোগাযোগ করেন নি। তারপরও বিষয়টি আমাদের পক্ষ থেকে তদন্তাধীন রয়েছে। এখনো কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।’

এএইচ