আটকরা হলেন ফরিদপুর সদর উপজেলার বাকিগঞ্জ এলাকার বাছের মোল্লার ডাঙ্গী গ্রামের ফিরোজ খানের ছেলে রাজিব খান ও বায়তুল আমান এলাকার নূর মোহাম্মদ ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে মান্নান হাওলাদার।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, গত ১৮ ডিসেম্বর ঈশান গোপালপুর ইউনিয়নের চাদপুর গ্রামের একটি কলাবাগান থেকে রিক্সা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত রাজিব খানকে একটি ইটের ভাটা থেকে আটক করে পুলিশ।
আরও পড়ুন:
পরে তার দেয়া তথ্যে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে ধারালো চাকু ও লোহার পাত উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া রিকশাটি বায়তুল আমান এলাকার মান্নান হাওলাদারের বাড়ি থেকে উদ্ধারের পর তাকে আটক করে পুলিশ।
আসামি রাজিব খান মাদকের টাকা জোগাড় করতে এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





