অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে, যেটা দিয়ে যেকোনো মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে আবারো চুরি করে।
গ্রেপ্তার আসামিরা হলেন— শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।
আরও পড়ুন:
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আরও কয়েকজন এ চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাদের কাছে আরও একটি মোটর সাইকেলও রয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।’





