৩ দিনের মধ্যে মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যাকারী আয়েশা ও তার স্বামী রাব্বীকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি, পরিচয় পত্র তো কিছুই ছিলো না পুলিশের হাতে। শুধু আয়েশা আক্তার নাম দিয়েই তদন্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ।
সামনে আসে চলতি বছরের জুলাই মাসে ৮ হাজার টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মপুর থানার একটি অভিযোগ। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে।
আরও পড়ুন:
আয়শাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করেছিলো । সে নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিলো নিহত গৃহকর্মী লায়লা আফরোজ।
খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলো আয়েশা।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চোর চক্র রয়েছে কি না, ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে হত্যার মোটিফে ধারণা করা হচ্ছে, বাসা থেকে সুইচ গিয়ার নিয়ে গেছে অভিযুক্ত আয়েশা আক্তার।





