মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক কারবারীরা অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে। পরে ভোর রাতে ওই এলাকায় অভিযান করে মো. নজরুল ইসলামের বাড়ি থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পরে তাকে জিজ্ঞাসাবাদে জানান, তার সহযোগী স্বপন মিয়ার বাড়িতে গাঁজা আছে। পরে স্বপনের বাসা থেকে ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নজরুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





