কুষ্টিয়ায় দুর্বৃত্তের হাতে বৃদ্ধা খুন

ছুরিকাঘাত
ছুরিকাঘাত | ছবি: সংগৃহীত
1

কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় দিনে-দুপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জাহানারা বেগম একই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাহানারা বেগম বাড়িতে একাই ছিলেন। তার দেখভালের দায়িত্বে থাকা দম্পতি দুজনই বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে এক প্রতিবেশী কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুঁলে বিছানায় গলাকাটা মরদেহ দেখতে পান।

আরও পড়ুন:

পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ত‌বে কি কার‌ণে এ হত্যাকাণ্ড তা এখনো নি‌শ্চিত হ‌তে পা‌রেনি পু‌লিশ।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি চুরি করতে এসে ধরা পড়ায় এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এফএস