রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর নতুন মোবাইল কিনতে প্রবাসীর ছেলে শাহরিয়ার তার বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে।
ওইদিন বাড়ি খালি পেয়ে ঘরের আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুক্রবার রাতে শাহরিয়ারসহ তার বন্ধু শাহ আলম ও নাবিলকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করে।
আরও পড়ুন:
পরে পুলিশ তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে। এ ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ রূপগঞ্জ থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ডাকাতির মামলায় তাদেরকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে রূপগঞ্জ থানার ওসি।





