গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ছুরিকাঘাত
ছুরিকাঘাত | ছবি: সংগৃহীত
0

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাজীপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নগরীর টঙ্গী বিআরটি ফ্লাইওভারের বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ জানায়, নিহত সিদ্দিকুর রহমান সকালে বাসা থেকে বের হয়ে বিআরটি উড়ালসেতুতে উঠলে আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।

এদিকে, প্রতিনিয়ত ছিনতাই ও প্রাণহানির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।

এফএস