ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ

গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়া হয়েছে
গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়া হয়েছে | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। এদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

তিনি জানান, এর জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থান করলে তাদের লক্ষ্য করে লায়ন শাকিল ও তার সহযোগীরা গুলি চালান। এতে টুটুল, শিহাব ও সাজু গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসএইচ