পাবনার সুজানগরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

উদ্ধার করা মরদেহ
উদ্ধার করা মরদেহ | ছবি: এখন টিভি
0

পাবনার সুজানগরে মিলন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকালে সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির মরদেহ রাস্তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

নিহত মিলন হোসেন (৪০) সাঁথিয়া উপজেলার হৈজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’

এসএস