নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

বড় ধরনের সংকট তৈরি না হলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে এ কথা বলেন তিনি।

এ সময়, এই মুহূর্তে দলের কাছে খালেদা জিয়ার রোগ মুক্তি মুখ্য বিষয় জানিয়ে তারেক রহমানের ফেরার বিষয়টি তাদের পারিবারিক বিষয় বলেও মন্তব্য করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার জন্য যখনই উপযুক্ত সময় মনে করবেন, তিনি তখনই ফিরবেন।’

আরও পড়ুন:

এর আগে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করা হয়।

ইএ