ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদীরা সেনাবাহিনী, বিজিবিকে খুনের কাজে ব্যবহারের চেষ্টা করেছে, ফ্যাসিবাদ বাংলার জমিনে আর বরদাশ করা হবে না, যারা নতুন করে ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করবে তাদের রুখে দেয়া হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় হবে।’
আরও পড়ুন:
এসময় আট দলের নেতারা বলেন, ‘জাতীয় সংসদের আগে গণভোট করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’
তারা জানান, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারা। গণভোট ইস্যুতে যারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে তাদেরকেও প্রতিহত করার আহ্বান জানান আট দলের নেতারা।
এর আগে দলীয় প্রার্থীর ছবি আর প্রতীকের ব্যানার-পোস্টার হাতে মিছিল নিয়ে লালদীঘি মাঠের সমাবেশে যোগ দেন আট দলের নেতাকর্মীরা।





