ফরিদপুরে অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

ফরিদপুরে আ.লীগের অবরোধ প্রত্যাহারে সড়কে যান চলাচল শুরু হয়েছে
ফরিদপুরে আ.লীগের অবরোধ প্রত্যাহারে সড়কে যান চলাচল শুরু হয়েছে | ছবি: এখন টিভি
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ফরিদপুরে দেশিয় অস্ত্র হাতে মহাসড়কের অন্তত ৫টি এলাকায় অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) প্রায় ৫ ঘণ্টার বেশি সময় অবরোধ কর্মসূচির পর বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অনুরোধে সব স্থান থেকে অবরোধ তুলে নিয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা। তবে দুপুর ১টা পর্যন্ত দুটি মহাসড়কসহ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম দেখা গেছে।

এছাড়া কর্মসূচি চলাকালীন এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

গতকাল (বুধবার, ১২ নভেম্বর) ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ এলাকায় অবরোধ শুরু করেন। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় অবরোধ করেন।

এসময় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন । এছাড়া শিশুদের হাতে দেশিয় অস্ত্র রামদাসহ লাঠিশোটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পরে পুলিশের অনুরোধে বেলা সাড়ে ১১টার দিকে সব স্থান থেকে অবরোধ তুলে নেন।

দুপুরে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্ত্বর এলাকা ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় যান চলাচল একেবারেই কম রয়েছে। সড়কগুলোতে পণ্যবাহী যানচলাচল দেখা গেলেও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল দেখা যায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা যায়।

এদিকে ফরিদপুর বাসমালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা সব পথে বাস চলাচল বন্ধ রেখেছেন।

আরও পড়ুন:

গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমরা বাস চালাতে চাই, তবে যাত্রী না পেলে তো বাস চালানো সম্ভব নয়। খালি বাস নিয়ে তো আর পথে নামা যায় না।’

সকাল থেকেই মহাসড়কটির ওপর গাছের গুড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে শতাধিক স্থানীয় নেতাকর্মীদের দেশিয় অস্ত্র রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন।

এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে ১০ জন শিশুকে হেলমেট মাথায় ও লাঠিশোটা হাতে সড়কে অবস্থান করেন। তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে শ্লোগান দিতে দেখা যায়। এ সময়ে ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুইপাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচি ঘোষণার পর এছাড়া এলাকাটিতে পূর্ব থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অবস্থান করেন। ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যান্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন।

আরও পড়ুন:

এতে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের অনেককে দেখা যায়। এছাড়া অবরোধকারীদের ‘আমরা সবাই নিক্সন সেনা, ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে থাকার সময় নাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এদিকে বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নূরপুর বটতলা এলাকায় এনসিপির উপজেলা সমন্বয়ক মোহাম্মাদ আশরাফের নেতৃত্বে আওয়ামী লীগের তিনজন নেতাকর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

তাদের মধ্যে রয়েছেন পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আরিফুর রহমান পথিক তালুকদার। তবে কয়েকজনের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ‘তারা নাশকতার জন্য এসেছিল, পরে স্থানীয়রা ধরে পুলিশে দেয়া হয়েছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা, তারা থানা হেফাজতে রয়েছে।’

এছাড়া বেলা ১১টা থেকে অবরোধ তুলে নেয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান।

এসএইচ