আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকাল থেকে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা।
আরও পড়ুন:
হাকিমপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর এলাকায় যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে।’
এসময় হাকিমপুর থানা পুলিশ সর্বোচ্চ সর্তক রয়েছে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।





