ফরিদপুরে অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ফরিদপুরে দেশিয় অস্ত্র হাতে মহাসড়কের অন্তত ৫টি এলাকায় অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) প্রায় ৫ ঘণ্টার বেশি সময় অবরোধ কর্মসূচির পর বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অনুরোধে সব স্থান থেকে অবরোধ তুলে নিয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা। তবে দুপুর ১টা পর্যন্ত দুটি মহাসড়কসহ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম দেখা গেছে।