আহতরা বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত চারজনই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
আরও পড়ুন:
আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে রাউজানে। ৫ই আগস্টের পর ১৭টি খুনের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১২ নেতাকর্মী।
এর আগে, চট্টগ্রাম-৮ আসনের ঘোষিত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা করা হয়। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন ও সরোয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন।





