আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে নগরীর বায়েজিদে হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত এরশাদ উল্লাহকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:
স্থানীয় বিএনপি নেতাদের দেয়া তথ্যমতে, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এসময় সরোয়ারসহ দু’জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। পথিমধ্যে সরোয়ার বাবলার মৃত্যু হয়। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গত সোমবার (৩ নভেম্বর) রেখে ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর নাম ঘোষণা দেয়া হয়।
এরশাদ উল্ল্যাহ ছাড়াও চট্টগ্রামের অন্যান্য আসনের মধ্যে চট্টগ্রাম-১ : নুরুল আমিন চেয়ারম্যান; চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৩: পরে ঘোষণা; চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫: মীর হেলাল উদ্দিন; চট্টগ্রাম-৬: পরে ঘোষণা; চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৯: পরে ঘোষণা; চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১১: পরে ঘোষণা; চট্টগ্রাম-১২: এনামুল হক; চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৪: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৫: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।





