নারায়ণগঞ্জে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

দুই ছিনতাইকারী গ্রেপ্তার
দুই ছিনতাইকারী গ্রেপ্তার | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ (সোমবার, ২৭ অক্টোবর ) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন— মো. সাগর ইসলাম হৃদয় (৩০) এবং মো. অনিক (২৫)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের কাজ করতো। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে একটি স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এসময় একটি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের মোটরসাইকেল এবং নগদ এক হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে তারা খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএস