ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান। তিনি জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকারের দোকান থাকার কারণে দুর্বৃত্তরা এমন সাহস পায় বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিরাপত্তা জোরদারে ইসি ভবনের আশপাশ থেকে হকারের দোকান সরিয়ে নেয়া প্রয়োজন।
ডিসি ইবনে মিজান জানান, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে। তিনি বলেন, ‘কেউ ইচ্ছে করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’





