নিহত জাহিদুল ইসলাম রঘুনাথপুর গ্রামের গ্রামের ভেলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের দু’পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে ধারালো অস্ত্র ও লাঠি সোঁটার আঘাতে ঘটনাস্থলে নিহত হন জাহিদুল ইসলাম।
আরও পড়ুন:
এছাড়া এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার থানার ওসি শেখ সোলাইমান হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





