তিনি বলেন, ‘চক্রটির মূল হোতা সোহেল নিজেকে মেজর পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল লোকদের ফাঁদে ফেলে, ভুয়া নিয়োগপত্র দিত। হাতিয়ে নিত লাখ লাখ টাকা।’
সদর কোম্পানি কমান্ডার বলেন, ‘২০১৬ সাল থেকে চক্রটি এমন প্রতারণা করে আসছিল। তারা দেশের বিভিন্ন এলাকায় লোকাল এজেন্টও নিয়োগ দেয়। এজেন্টরা মাঠ পরীক্ষাতে বাদ পড়াদের টার্গেট করে এমন প্রতারণা করছিল বলে জানান ভুক্তভোগীরা।’





