আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত মোনায়েম আহমেদ স্থানীয় বাগ বানিয়াজুরী এলাকার মোন্নাফ আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নকল সাবান উৎপাদন করছিলেন বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, গ্রিন ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ তার বসতবাড়ির ভেতরে টিন-ঘেরা একটি স্থানে গোপনে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি কোম্পানির (ডেটল, ডাভ) ব্র্যান্ড ব্যবহার করে নকল সাবান উৎপাদন করছিলেন। বাজারজাতের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ নকল সাবান, মোড়ক ও কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
আরও পড়ুন:
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘এটি সম্পূর্ণ একটি নকল কারখানা। তারা নামিদামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটি সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ উৎপাদনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টু বলেন, ‘এখানে কারখানা রয়েছে তা আমরা জানতাম না। তারা গোপনে এ কারখানা চালিয়ে নকল সাবান উৎপাদন করছিল।’





