ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ৪ জন আটক

রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় | ছবি: আইএসপিআর
0

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ (রোববার, ১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও, অবৈধভাবে হাট স্থাপন, জোরপূর্বক গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রিতে বাধ্য করা এবং চাঁদাবাজির অভিযোগে ৩০ মে রাতে উত্তরা থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়।

আইএসপিআর জানায়, গত ৩১ মে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনএইচ