অভিযানে নিউ লালন সুপার আইসক্রিম কারখানার মালিক শাহিন শেখকে (৪০) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আজ রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।
বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘আইসক্রিম তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মেশানোর অপরাধে ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
জনস্বার্থ উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও থানার পুলিশের সদস্যরা।