আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) নাজিরপুরে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এ অভিযান শুরু করে। দুপুর ২টায় এ অভিযান শেষ হয়।
অভিযান শেষে দুদক জানায়, সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
একইসাথে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। এছাড়া, বিভিন্ন প্রকল্পসহ দু’টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা।