খেলা শুরুর দুই মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভারত। গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়।
২৯ মিনিটে কর্নার থেকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি যুবারা। এদিকে, গতবারের মতো এবারও বাংলাদেশ যুবদল ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। অন্যদিকে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে স্বাগতিক দল ভারতের সামনেও।
তবে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরাও। সব মিলিয়ে ফাইনালের রোমাঞ্চে কে হাসবে শিরোপা জয়ের হাসি সেটা দেখার অপেক্ষায় উপমহাদেশের ফুটবলপ্রেমীরা।