ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আমজাদ হোসেন জানান গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নাটোর কোর্টের মালখানার তালা ভেঙ্গে চুরি করা হয় ৬১ লাখ টাকা, স্বর্ণালংকার ও রোপা।
ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজ পুকুর থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা ও সোনা-রূপা উদ্ধার করে।
আর গতরাতে (শনিবার, ১২ এপ্রিল) রাজশাহীর নওহাটা এলাকায় পুলিশ কনস্টেবল আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী সাদিয়াসহ এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বরখাস্ত পুলিশ সদস্য রাশেদ উন নবী, জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বদু,আকাশ ও বাতাসকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয়া হয়।
এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা নাটোর কোর্ট পুলিশের এসআই এনামুল ও কনস্টেবল আশরাফুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হককে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার আমজাদ হোসেন।