নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

পুলিশের স্ত্রীসহ ৮ জন গ্রেপ্তার

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় বরখাস্ত ২ পুলিশ সদস্য; পুলিশের স্ত্রীসহ গ্রেপ্তার ৮
নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় বরখাস্ত ২ পুলিশ সদস্য; পুলিশের স্ত্রীসহ গ্রেপ্তার ৮ | Ekhon tv
0

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণ ও ৫৮ ভরি রূপ রুপা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ২ পুলিশ সদস্যকে বরখাস্ত এবং পুলিশের স্ত্রীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যসহ ৪ জনকে ৫ দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আমজাদ হোসেন জানান গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নাটোর কোর্টের মালখানার তালা ভেঙ্গে চুরি করা হয় ৬১ লাখ টাকা, স্বর্ণালংকার ও রোপা।

ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজ পুকুর থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা ও সোনা-রূপা উদ্ধার করে।

আর গতরাতে (শনিবার, ১২ এপ্রিল) রাজশাহীর নওহাটা এলাকায় পুলিশ কনস্টেবল আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী সাদিয়াসহ এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বরখাস্ত পুলিশ সদস্য রাশেদ উন নবী, জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বদু,আকাশ ও বাতাসকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয়া হয়।

এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা নাটোর কোর্ট পুলিশের এসআই এনামুল ও কনস্টেবল আশরাফুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হককে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার আমজাদ হোসেন।

এসএইচ