আজ (সোমবার, ৭এপ্রিল) দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল গ্রামে আমানত ব্রিকস ও যমুনা ব্রিকসে এ দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেং মং রাখাইন। এ সময় তার সাথে ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাজায়, দুপুর ১২টা থেকে সুবর্ণচরে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র বিহীন উপজেলার চরআমান উল্ল্যাহ ইউনিয়নে যমুনা ব্রিকস ও আমানত ব্রিকসকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসব ইটভাটার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তারা তাদের কার্যক্রম বন্ধ করেনি। তাই এসব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধনী আইনে ২০১৯ এর ১৪ ধারা অনুযায়ী আমানত ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যমুনা ব্রিকসের মালিক আব্দুল্যা আল মাসুম এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জানান পরিবেশ রক্ষা অবৈধ ইটভাটার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।