এর আগে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় চার জনকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
যেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 'আবু সাঈদের ঘটনাটির তদন্ত প্রায় শেষ হওয়ায় ৯ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা সম্ভব হবে।'