পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৫

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২ মার্চ) দুপুরে পিরোজপুর জজ আদালতে হাজিরা দিতে এলে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের এই পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেয়া শেষ হলে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং অপর একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল হক পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেকার হোসেন রাজু।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, 'আজকে আদালত প্রাঙ্গণ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।'

এসএস