প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন চিহ্নিত: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দুপুর ১টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।’

এছাড়া, ময়মনসিংহে দিপু দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যথাসময়ে নির্বাচন হবে।’

আরও পড়ুন:

এদিকে, মেজাজ হারিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেয়ার জন্য দাঁড়ালেও, কোনো কথা না বলে বেরিয়ে যান তিনি। এসময় তিনি সাংবাদিকদের ধমক দেন এবং এরপরই নিজ গাড়িতে উঠে সচিবালয়ের বাইরে বেরিয়ে যান।

এসএইচ