সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

অপরাধ ও আদালত
0

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো.আতিকুল ইসলামসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) আগামী ৯ মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা আছে।

প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন তারা। ২০০ জনেরও বেশি নিরীহ ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেয়াসহ বিভিন্নভাবে তারা সহায়তা করেছে।

তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট দাখিলের পর সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানানো যাবে। এর আগে সকালে আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শাহিনুর মিয়াসহ ৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর দুপুরে হাজির করা হয় আতিকুল ইসলামকে।’

এএম