ট্রাইব্যুনালে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

অপরাধ ও আদালত
0

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেয়া হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এপর্যন্ত ১০টি মামলা রয়েছে।

ইএ