নেত্রকোণায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

.
এখন জনপদে
অপরাধ ও আদালত
0

নেত্রকোণায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার দুই উপজেলা মোহনগঞ্জ ও পূর্বধলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদের মধ্যে পূর্বধলায় চারজন এবং মোহনগঞ্জের একজন রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এর আগে গতকাল (রোববার, ৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২), সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর (৪৪), উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫) ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহম্মেদ (৬৩)।

স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ময়মনসিংহ থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ।

এছাড়াও মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গত রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহম্মেদ (৬৩) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ