নোয়াখালীতে নারী’সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

0

নোয়াখালীর কবিরহাট থানার একটি মাদক মামলায় এক নারী’সহ ৪জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে বিশেষ জজ আদালত। এসময় প্রত্যেক আসামিকে ২০হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন, জেলা বিশেষ জজ আদালতের বিচারক জেলা জজ মো. আহসান তারেক। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, পিপি তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাহারের স্ত্রী নার্গিস আক্তার (৩৭), নার্গিসের স্বামী বাহার (৪৬), শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও আনোয়ারের ভাই শহিদ উল্যাহ (৩৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে অভিযান চালায় কবিরহাট থানা পুলিশ।

অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের সহযোগিতায় বাহারের ঘর থেকে তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ঘর থেকে ৪ হাজার ৫শত পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বাহার, আনোয়ার ও শহিদ ঘরে রেখেছিলো বলে আটককৃত নার্গিস জানালে পুলিশ পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরও আটক করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র জমা দেন।

আজ দুপুরে আদালত আসামিদের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ২০/হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট আবদুল হক।

এএইচ