অপরাধ ও আদালত
0

জুলাই গণহত্যা: ডিজিটাল তথ্য যাচাইয়ে সিআইডিকে নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে কল রেকর্ডসহ বিভিন্ন রকম ডিজিটাল তথ্য উপাত্ত স্পর্শকাতর ও মামলা তদন্তের স্বার্থে কোনো ব্যক্তি বিশেষের নামে সংবাদ প্রচার না করতে অনুরোধ চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের।

আজ (সোমবার, ১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনার সঙ্গে যারা মদদতাদা তাদের কল রেকর্ডসহ ডিজিটাল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করছেন প্রসিকিউশন টিম।

একইসঙ্গে যাত্রবাড়ী এলাকায় তাইম হত্যা মামলায় পুলিশের এসি তানজিল ইসলাম, গাজীপুরের কোনাবাড়ীতে আরেকটি হত্যা মামলায় কনস্টেবল আকরামকে ২০ জানুয়ারি হাজির করতে নির্দেশ।

এদিকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন।

ইএ