এদিকে ফরিদপুর ৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর নামে ৩ হাজার ৬২ কোটি টাকার অর্থ পাচারের মামলা করেছে দুদক।
আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানিয়েছে, নিক্সন চৌধুরীর নামে দুটি মামলা হয়। একটিতে ১১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪০২ কোটি টাকা পাচার এবং ওপর এক মামলায় নিক্সনসহ তার স্ত্রীর নামে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১ হাজার ৭৬০ কোটি টাকা পাচারের মামলা করেছে দুদক।
এছাড়া নরসিংদী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর নামে ১৫ কোটি ৪২ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৪৪১ কোটি টাকা পাচারের দুটি মামলাও করেছে দুদক।