ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ মো. রেজওয়ানুল কবীর।
দণ্ডপ্রাপ্তরা হলো আল আমিন (২৬), বাবুল মিয়া (৩৫) ও আরাফাত (৩০)।
স্থানীয় সূত্রে জানান যায়, লক্ষীপুর এলাকায় চোরাই বালু মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এই সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু মজুদ অবস্থায় পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা করে মোট তিনজনকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে অপর আরেকটি অভিযানে পৌর শহরের আত্রাইখালী ও তেরীবাজার বালুমহাল এলাকা থেকে ১৫টি বালুভর্তি অটোরিক্সা আটক করা হয় উপজেলা প্রশাসন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, 'কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।'