মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী থার্টি ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখার নির্দেশ ছিল। এসময়, পাঁচতারকা হোটেলের বারগুলো বন্ধ থাকলেও হলরুমগুলোতে মাদক গ্রহণের প্রমাণ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটটি দল এই অভিযান পরিচালনা করে। সেসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক শামীম হোসেন।