অপরাধ ও আদালত
0

সাবেক প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে অনুমতি

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও জিজ্ঞাসাবাদ করারও অনুমতি দেয়া হয়েছে। পলককে ১৮ ডিসেম্বর ও আবুল হাসানকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এসময় শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, পরোয়ানা জারি করা পুলিশ কর্মকর্তারা কীভাবে পালিয়ে যাচ্ছে। এছাড়া অনেক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। পরোয়ানাকৃত আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।

জুলাই আগস্টের আন্দোলনে ইন্টারনেট বন্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে তদন্ত সংস্থা।

এসএস