অপরাধ ও আদালত
0

কামরুলকে ৩ দিন, আনিসুল হকের ৩ ও ফিরোজকে ২ দিনের রিমান্ড

লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ ২ দিনের রিমান্ডে।

আজ (বুধবার, ২৭ নভেম্বর) সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালত।

পাশাপাশি, বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, হত্যার রহস্য উদঘাটনের জন্য রিমান্ড ও গ্রেপ্তারের যৌক্তিকতা তুলে ধরেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা একাধিক আসামির জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন।

ইএ