অপরাধ ও আদালত
0

চাঁদপুরে ১ হাজার ৩৯০ কেজি পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল (মঙ্গলবার) বিকেলে হাজীগঞ্জ বাজারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। অভিযানে এ পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেয়া চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও সহকারী পরিচালক মো. হান্নান অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে হাজীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য সহায়তা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাজীগঞ্জ বাজারের মকিমাবাদ এলাকায় মিজানুর রহমানের গোডাউন থেকে ১ হাজার ৩শ কেজি, বালুর মাঠ এলাকায় মো. মাঈনুদ্দিনের গোডাউন থেকে ৫০ কেজি এবং হকার্স মার্কেট এলাকায় গোডাউন থেকে সফিকুর রহমানের গোডাউন থেকে প্রায় ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ৫ হাজার, ১ হাজার ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে।’ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

এএইচ